• সাভার

  •  রোববার, মে ১৯, ২০২৪

নগর জুড়ে

ঢাকায় ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টি, নগরবাসীর স্বস্তি

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ১০:০১, ৬ মে ২০২৪

ঢাকায় ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টি, নগরবাসীর স্বস্তি

ঢাকায় ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টি, নগরবাসীর স্বস্তি

প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছিল নগরবাসী। অবশেষে ঢাকায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে দেখা মিলেছে বৃষ্টির। ঝড়-বৃষ্টিতে স্বস্তি ফিরেছে নগরে। রাজধানীর কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে। রবিবার সন্ধ্যার পরই ঢাকার বাতাস যেন পাল্টে যায়। প্রাণ জুড়ানো শীতল হাওয়া বইতে থাকে। গত কিছুদিন ধরে চলা অস্বস্তিকর আবহাওয়া কেটে যেতে থাকে। আকাশে বাড়তে থাকে মেঘের আনাগোনা।

রবিবার (৫ মে) রাত সাড়ে ১০টার পর বজ্রসহ মুষলধারে বৃষ্টি নামে। সঙ্গে ছিল ঝড়ো বাতাস। আবার পুরান ঢাকা, নিউমার্কেট, ধানমন্ডিসহ কোনো কোনো এলাকায় শিলাবৃষ্টি হয়। এতে করে তাপমাত্রা কমে স্বস্তি দেখা দেয় মানুষের মাঝে।

এর আগে, সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের অধিকাংশ জায়গায়ই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হবে। আর যেসব অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, সেটিও প্রশমিত হবে।

পূর্বাভাসে আরো বলা হয়েছিল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে।

এ ছাড়া, ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অধিকাংশ জায়গায় প্রশমিত হতে পারে। ফলে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। 

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়েছে। অন্যদিকে, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলায় ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস। 

আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম বিভাগের বান্দরবান জেলায় ২১.২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ময়মনসিংহে। ৬৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে নেত্রকোণায়, সিলেটে হয়েছে ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত।

মন্তব্য করুন: