• সাভার

  •  বুধবার, মে ১, ২০২৪

নগর জুড়ে

বিডিনিউজের সম্পাদকের বিরুদ্ধে দুদকের চার্জশিট

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ০৯:৩৬, ২৪ এপ্রিল ২০২৪

বিডিনিউজের সম্পাদকের বিরুদ্ধে দুদকের চার্জশিট

বিডিনিউজের সম্পাদকের বিরুদ্ধে দুদকের চার্জশিট

বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমের সম্পাদক তৈফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে চার্জশিট গঠনের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সম্প্রতি দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত কমিশন বৈঠকে এই চার্জশিটের অনুমোদন দেওয়া হয়। দুদক সূত্রে জানা যায়, খালিদীর বিরুদ্ধে কমিশন আইন ২০০৪-এর ২৭(১) ধারা ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও (৩) ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। এর আগে খালিদী এবং বিডিনিউজের ব্যাংক হিসাবে থাকা ৪৩ কোটি টাকার বৈধ উৎস না পাওয়ার কারণে তার বিরুদ্ধে ২০২০ সালের ৩০ জুলাই মামলা করে দুদক। কমিশনের উপপরিচালক গুলশান আনোয়ার বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

জানা যায়, খালিদীর এইচএসবিসি, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের বিভিন্ন ব্যাংক হিসাবে জমা থাকা ৪৩ কোটি ৫৭ লাখ ৭৬ হাজার ৪৬৭ টাকা জব্দ (ফ্রিজ) করে দুদক। কমিশনের অনুসন্ধানে জানানো হয়, এই টাকা তার আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ। এর আগে ২০১৯ সালের অক্টোবর মাসে এল আর গ্লোবাল (এলআরজি) নামের অ্যাসেট ম্যানেজমেন্ট কম্পানির কাছ থেকে বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম ৫০ কোটি টাকা বিনিয়োগ পাওয়ার ঘোষণা দেয়। এ ঘোষণার পর অনুসন্ধানে নামে দুদক। কমিশনের আবেদনের প্রেক্ষিতে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত বিডিনিউজের ৯টি ও খালিদীর নামে থাকা ১৩টি স্থায়ী আমানতের ৪৩ কোটি টাকা জব্দ রাখার আদেশ দেয়।

মন্তব্য করুন: