• সাভার

  •  মঙ্গলবার, মে ২১, ২০২৪

নগর জুড়ে

মানিকগঞ্জে প্রার্থীর ওপর হা*ম*লা, প্রতিবাদে পালটাপালটি কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ০৯:১৪, ১ মে ২০২৪

মানিকগঞ্জে প্রার্থীর ওপর হা*ম*লা, প্রতিবাদে পালটাপালটি কর্মসূচি

মানিকগঞ্জে প্রার্থীর ওপর হা*মলা, প্রতিবাদে পালটাপালটি কর্মসূচি

মানিকগঞ্জের শিবালয় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবদুর রহিম খানের ওপর প্রতিপক্ষের লোকজনের হামলা ও জড়িতদের শাস্তির দাবিতে তার অনুসারীরা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। একই দিন একই স্থানে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী রেজাউর রহমান খান জানুর অনুসারীরাও ‘মিথ্যা হামলা’র অভিযোগের প্রতিবাদে কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার সকালে উপজেলার টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এসব কর্মসূচি পালন করা হয়। আবদুর রহিম  শিবালয় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং রেজাউর রহমান  বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান। সূত্র জানায়, ২৭ এপ্রিল রাতে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনি প্রচার শেষে ব্যক্তিগত গাড়িতে ফেরার পথে আবদুর রহিমের গাড়ি লক্ষ্য করে ককটেল ও গুলিবর্ষণ করা হয়। ককটেল বিস্ফোরণে গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও প্রাণে বেঁচে যান তিনি।

আবদুর রহিম অভিযোগ করে বলেন, আমাকে হত্যার উদ্দেশ্যেই প্রতিপক্ষের সন্ত্রাসী বাহিনী হামলা চালায়। হামলা হলেও এ ব্যাপারে প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। ঘটনার পর দিন থানায় অভিযোগ করা হলে তদন্তের কথা বলে তারা মামলা নেইনি, হামলাকারী কাউকে গ্রেফতারও করেনি। এ অবস্থায় আমি নির্বাচন নিয়ে খুবই শঙ্কিত। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন: