• সাভার

  •  শুক্রবার, মে ১৭, ২০২৪

নগর জুড়ে

প্রচণ্ড গরমে ডিউটি করতে গিয়ে কমিউনিটি পুলিশ সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ০৯:৫২, ২৯ এপ্রিল ২০২৪

প্রচণ্ড গরমে ডিউটি করতে গিয়ে কমিউনিটি পুলিশ সদস্যের মৃত্যু

প্রচণ্ড গরমে ডিউটি করতে গিয়ে কমিউনিটি পুলিশ সদস্যের মৃত্যু

বংশাল থানাধীন গুলিস্তান ফুলবাড়ীয়ায় প্রচণ্ড গরমে বজলুর রহমান (৫০) নামের এক ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিউনিটি পুলিশের মৃত্যু হয়েছে‌। পুলিশের ধারণা হিট স্ট্রোকে তার মৃত্যু হতে পারে। আজ রবিবার (২৮এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড ইমাদ কাউন্টারের সামনে এ ঘটনাটি ঘটে।

বজলুর রহমানকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা সহকর্মী কমিউনিটি পুলিশ রুহুল আমিন বলেন, ‘বিকেলে তিনি ডিউটি করছিলেন। প্রচণ্ড গরমে হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়ে অচেতন হয়ে পড়েন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে বিকেল সোয়া পাঁচটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরো বলেন, ‘বজলুর রহমান ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিউনিটি পুলিশ। তার পরিবারকে সংবাদ দেওয়া হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন বংশাল থানার উপ পরিদর্শক এসআই মো. শাহ জালাল। তিনি বলেন, ‘প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বজলুর রহমান সদরঘাট এলাকায় পরিবার নিয়ে থাকতেন বলে জানা গেছে। মৃতের স্বজনদেরকে সংবাদ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন: