• সাভার

  •  শনিবার, জুলাই ২৭, ২০২৪

নগর জুড়ে

সড়ক বিভাজকে সেনাবাহিনীর গাড়ির ধাক্কা, দুই সেনা সদস্য আ*হত

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ০৯:২৯, ১ জুলাই ২০২৪

সড়ক বিভাজকে সেনাবাহিনীর গাড়ির ধাক্কা, দুই সেনা সদস্য আ*হত

সড়ক বিভাজকে সেনাবাহিনীর গাড়ির ধাক্কা, দুই সেনা সদস্য আহত

কালীগঞ্জ থেকে ঢাকায় যাওয়ার পথে টঙ্গীতে সড়ক বিভাজকের সঙ্গে সেনাবাহিনীর গাড়ি ধাক্কা খেয়ে উল্টে গিয়ে দুই সেনা সদস্য আহত হয়েছেন। রবিবার (৩০ জুন) রাত পৌনে ৯টায় কালীগঞ্জ-টঙ্গী আঞ্চলিক সড়কের টঙ্গী পূর্ব থানার আমতলী নামক স্থানে এই ঘটনা ঘটে। 

আহতরা হলেন- কর্পোরাল মো. সলিম (৩৮) ও ল্যান্সকর্পোরাল লালচান বাদশা (৩৪)। তারা উভয়ে ঢাকা সেনানিবাসে কর্মরত। পুলিশ জানায়, কালীগঞ্জের জাঙ্গালিয়ায় প্রশিক্ষণ ক‍্যাম্প থেকে প্রশিক্ষণ শেষে ঢাকা সেনানিবাসে যাওয়ার পথে টঙ্গী পূর্ব থানাধীন আমতলীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ ফ্যাক্টরির সামনে সেনাবাহিনীর ৩০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির একটি ৩ টন গাড়ি রোড বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।

এতে গাড়ির চালক কর্পো. সেলিম ও গাড়িতে থাকা ল্যান্স কর্পো. লালচান বাদশা আহত হয়। আহতদেরকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজুর রহমান কালের কণ্ঠকে সংবাদটি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন: