• সাভার

  •  বুধবার, ডিসেম্বর ৬, ২০২৩

নগর জুড়ে

আমাকে ফোন করে বলে, তোর মৃত্যুর সময় এসে গেছে : শামীম ওসমান

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ১৮:২৩, ২০ নভেম্বর ২০২৩

আমাকে ফোন করে বলে, তোর মৃত্যুর সময় এসে গেছে : শামীম ওসমান

আমাকে ফোন করে বলে, তোর মৃত্যুর সময় এসে গেছে : শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানকে হত্যা হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি। শামীম ওসমান বলেছেন, ‘গতকাল আমাকে ফোনে অপরিচিত নম্বর থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ফোন করে বলে, তোর মৃত্যুর সময় এসে গেছে।’ ভয় দেখিয়ে লাভ নেই উল্লেখ করে শামীম ওসমান বলেছেন, ‘কাদেরকে ভয় দেখান।

আমরা, ৭৫-এর পর যারা রাজনীতিতে এসেছি তারা মৃত্যুকে ভয় করি না।’ আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটী এলাকায় ফতুল্লা থানা আওয়ামী লীগের শান্তি মিছিলের পূর্বে আয়োজিত শান্তি সমাবেশে এ কথা বলেন তিনি।

শামীম ওসমান বলেছেন, ওরা আমাদের মানচিত্রে থাবা দিয়েছে। তবে শেখ হাসিনা হিমালয়ের মত শক্ত মহিলা। কোনো ভাবেই তিনি মাথা নত করবেন না। সামনে অনেক আঘাত আসবে। আপনারা প্রস্তুত থাকবেন।

সমাবেশে তিনি বলেন, পৃথিবীর সকল রাষ্ট্রকে বলতে চাই যারা আমাদের হুমকি ধমকি দেয়, বাংলাদেশ ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে, কারো করুণায় নয়। এ সময় উপস্থিত ছিলেন নায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু প্রমুখ।

মন্তব্য করুন: