• সাভার

  •  শনিবার, জুলাই ২৭, ২০২৪

নগর জুড়ে

পশ্চিমবঙ্গের মালদহে বজ্রপাতে ১১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ০৯:২৫, ১৭ মে ২০২৪

পশ্চিমবঙ্গের মালদহে বজ্রপাতে ১১ জনের মৃত্যু

পশ্চিমবঙ্গের মালদহে বজ্রপাতে ১১ জনের মৃত্যু

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিন নাবালক ও দুই যুবক রয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে বজ্রপাসহ বৃষ্টি শুরু হলে তারা মারা যায়। স্থানীয় ও পারিবারিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদন এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ঝড়বৃষ্টি দেখে আমবাগানে আম কুড়োতে গিয়েছিল তারা। সেই সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে এক বৃদ্ধা ও এক দম্পতিও রয়েছেন। ঝড়ের সময় জমিতে ধান কাটতে গিয়ে মৃত্যু হয় ওই বৃদ্ধার।এদিকে মৃতদের পরিবারকে দুই লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করেছেন জেলা প্রশাসক নিতিন সিংহানিয়া। তিনি বলেন, ‘বজ্রপাতে মৃতদের দুর্যোগ তহবিল থেকে দুই লাখ রুপি করে দেওয়া হচ্ছে। সরকারি সব রকমের সাহায্য করা হচ্ছে। নির্বাচনী বিধি-নিষেধ রয়েছে। কিন্তু বিপর্যয় ঘটে গেছে। তাই প্রশাসনের পক্ষ থেকে মৃত ব্যক্তিদের পরিবারকে সব রকমের সাহায্য করা হচ্ছে।’

মন্তব্য করুন: