• সাভার

  •  বুধবার, ডিসেম্বর ৬, ২০২৩

নগর জুড়ে

লবণের ট্রাকে ছিল আড়াই মন গাঁজা! গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ১৮:৪৭, ২২ সেপ্টেম্বর ২০২৩

লবণের ট্রাকে ছিল আড়াই মন গাঁজা! গ্রেপ্তার ৪

লবণের ট্রাকে ছিল আড়াই মন গাঁজা! গ্রেপ্তার ৪

কুমিল্লা থেকে একটি লবণের ট্রাকে অভিনব কায়দায় লবণের বস্তার আড়ালে চাঁপাইনবাবঞ্জে পাচারকালে ৯৬ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ শহরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমাণ গাঁজাসহ ৪ জনকে গ্রেপ্তার করে। এসময় ট্রাকটিকেও জব্দ করা হয়। বৃহস্পতিবার (২১সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে হরিপুর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ওই ট্রাকে তল্লাশি অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ট্রাকের চালক ও চাঁপাইনবাবগঞ্জের দাইপুকুরিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. মিঠুন (৩০), ট্রাক চালকের সহকারী শিবগঞ্জের চককীর্তি ইউনিয়নের চককীতি কালপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে আল আমিন (১৯), শাহাবাজপুর ইউনিযনের বালিয়াদিঘী ধনিপাড়া এলাকার আব্দুল আলিমের ছেলে মো. তারেক (২৭) ও বালিয়াদিঘী দক্ষিষপাড়া এলাকার জালাল উদিদ্দনের ছেলে শহিদুল ইসলাম ওরফে টাগু (৩০)। অভিযানে প্রথমে ট্রাকসহ চালক ও সহকারীকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী নিজ নিজ বসতবাড়ি থেকে আটক করা হয় তারেক ও টাগুকে বলে জানিয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পারস্পরিক যোগসাজশে গাঁজা ব্যবসায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানান অভিযানে নেতৃত্ব দেওয়া মামলার বাদী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার।

মন্তব্য করুন: