সাভারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হত্যা মামলার আসামি ২০ বছর পর গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৩, ৯ সেপ্টেম্বর ২০২৩

সাভারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হত্যা মামলার আসামি ২০ বছর পর গ্রেপ্তার
একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল হামিদ নাম পরিচয় গোপন করেও শেষ পর্যন্ত বাঁচতে পারলেন না। দীর্ঘ ২০ বছর আত্মগোপনে থাকার পর সাভার গেণ্ডা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-৪। ইতিমধ্যে তিনি নাম-পরিচয় পরিবর্তন করে নরসিংদীতে বিয়েও করেছেন। বিশ বছরের পলাতক জীবনে আব্দুল হামিদ বিভিন্ন জেলায় অবস্থান করেছেন। গতকাল দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান।
গত বৃহস্পতিবার সাভার মডেল থানার গেণ্ডা এলাকা থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল হামিদ (৪৫)কে গ্রেপ্তার করা হয়। র্যাব-৪ জানায়, আব্দুল হামিদ গত ২০০৪ সালের ১৬ই মে নওগাঁ জেলার আত্রাই থানার সাহেবগঞ্জ এলাকার নিজ বাড়িতে অবস্থানকালে তার সহকর্মী রতন মিয়াকে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মারা যায় রতন মিয়া। খবর পেয়ে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আসামি আব্দুল হামিদ ও তার অন্যান্য সহযোগীরা ঘটনাস্থল থেকে সুকৌশলে পালিয়ে যায়।
পরবর্তীতে ওই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ছোট ভাই রিপন মিয়া বাদী হয়ে নওগাঁ জেলার আত্রাই থানায় আসামির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। র্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের পর হতে সে পালিয়ে প্রথমে রাজশাহী, রংপুর, দিনাজপুর, ঢাকা, নরসিংদী পরবর্তীতে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলায় ও সর্বশেষ ঢাকা জেলার সাভার এলাকায় আত্মগোপন করে নিজের নাম, পিতার নাম ও ঠিকানা পরিবর্তন করে বসবাস করে আসছিল।
মন্তব্য করুন: