সাভার
শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩
দীর্ঘ ১১ বছরেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে হস্তান্তর হয়নি ঢাকার ধামরাইয়ের ট্রমা সেন্টার ভবনটি।
জাতিসংঘ ‘গভীর সমুদ্র চুক্তি’ সই করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২০ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে ‘বায়োলজিক্যাল ডাইভারসিটি অব এরিয়াস বিয়ন্ড ন্যাশনাল জুরিসডিকশন’
সারাদেশে বাড়ছে রেল নেটওয়ার্ক। বাংলাদেশ যুক্ত হচ্ছে আন্তর্জাতিক রেলওয়ে রুটের সঙ্গে। বর্তমানের রেলওয়ের মোট দুই হাজার ৯৫৬ কিলোমিটার রুট রয়েছে। আগামী অক্টোবরে তা বেড়ে তিনহাজার ২১৭ কিলোমিটারে উন্নীত হবে। দেশীয় ও আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে অক্টোবরে চালু হচ্ছে চারটি মেগা প্রকল্প।
দেশের ব্যাংক খাত সমাপ্ত (২০২২-২৩) অর্থবছরে ৩২ হাজার ৮৩০ কোটি টাকার কৃষিঋণ বিতরণ করেছে। তবে এ সময় কৃষকেরা ৩৩ হাজার ১০ কোটি টাকার ঋণ শোধ করেছেন। এর আগে ২০২১-২২ অর্থবছরে আদায় হয়েছিল ২৭ হাজার ৪৬৩ কোটি টাকা। এ হিসাবে গত অর্থবছরে কৃষিঋণ আদায় বেড়েছে ৫ হাজার ৫৪৭ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
কমিউনিটি ক্লিনিক মডেল তৈরির জন্য জাতিসংঘের স্বীকৃতির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ সম্মাননা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টির স্বাস্থ্য বিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ওয়ারেন অ্যালপার্ট মেডিক্যাল স্কুলের মেডিসিন অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্সের ডিন ডা. মুকেশ কে জৈন প্রধানমন্ত্রীর কাছে প্রশংসাপত্র হস্তান্তর করেন।
বিশ্ব সম্প্রদায়ের কাছে পাঁচটি প্রস্তাব তুলে ধরে মহামারি প্রতিরোধের অংশ হিসেবে একটি বৈশ্বিক সহযোগিতা কাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার জাতিসংঘ সদর দপ্তরের সম্মেলনকক্ষে মহামারি প্রতিরোধ, প্রস্তুতি ও প্রতিক্রিয়া (পিপিপিআর) বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে ভাষণ দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।
১৯তম এশিয়ান গেমসের উদ্বোধন ও ইন্দো-প্যাসিফিক আর্মিস চিফস কনক্লেভ (আইপিএসি) সম্মেলনে অংশগ্রহণ করতে চীন ও ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে দেশ দুটির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন সেনাবাহিনী প্রধান।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে ৪২ হাজার ট্যাপেনটাডোল ট্যাবলেট জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় কলকাতা থেকে আসা পাঁচ যাত্রীকেও আটক করা হয়েছে। রাতভর অভিযান শেষে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে এসব তথ্য জানান ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান।
বাংলাদেশি নাগরিকদের অন্যতম নথি জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। বর্তমানে সরকারি ও বেসরকারি সেবা পেতে এনআইডি দরকার হয়। ফলে দুদিন ধরে এনআইডির সার্ভার বন্ধ থাকায় চরম বিপাকে পড়েন সেবাপ্রত্যাশীরা। তবে এনআইডি সংক্রান্ত সব সেবা আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে পুরোদমে চালু হয়েছে।
ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, এ সময় দেশব্যাপী ইলিশ পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময়ও নিষিদ্ধ থাকবে এবং মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়ন করা হবে। ইলিশ আহরণ নিষিদ্ধ থাকাকালে জেলেদের সরকার ভিজিএফ খাদ্য সহায়তা দেবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জো বাইডেন ৭৮তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্কে আগত রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে সন্ধ্যায় মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে ভোজসভার আয়োজন করেন।
কৃষি দেশের সার্বিক উন্নয়নে ও কৃষকের উন্নত জীবনমানের হাতিয়ারে পরিণত হবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, কৃষিকাজ করে কৃষক শুধু খেয়ে পড়ে আর গামছা-লুঙ্গি পড়ে কোন রকমে বেঁচে থাকবে সেটি আর থাকবে না।
‘তৃণমূল বিএনপি’তে যোগ দিয়ে নেতৃত্ব নিয়েছেন বিএনপির সাবেক নেতা শমসের মবিন চৌধুরী ও তৈমূর আলম খন্দকার। তাঁরা বলেছেন, দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবেন তাঁরা। গতকাল মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হয়েছে দলটির জাতীয় কাউন্সিল।
বিভিন্ন বেসরকারি স্কুল-কলেজের প্রায় চার হাজার শিক্ষক-কর্মচারী উচ্চতর গ্রেড পাচ্ছেন। মোট তিন হাজার ৯১৮ জন শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি। এদের মধ্যে স্কুলের তিন হাজার ৩১৬ জন এবং কলেজের ৬০২ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সর্বজনীন স্বাস্থ্যসেবা অর্জনের চাবিকাঠি হলো কমিউনিটিভিত্তিক প্রাথমিক স্বাস্থ্যসেবা। সবার কাছে কমিউনিটি স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তিনি উন্নয়ন অংশীদারদের প্রতি আহ্বান জানান। মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ইউএনজিএ’র ৭৮তম অধিবেশনের সাইডলাইনে বিশেষ অধিবেশনে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রের ‘ব্রাউন ইউনিভার্সিটি মেডিকেল স্কুল’ বিশেষ সম্মাননা দিয়েছে।স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আবাসস্থল লোটে নিউইয়র্ক প্যালেসে জনস্বাস্থ্য উন্নয়নে জাতিসংঘ স্বীকৃত বাংলাদেশের কমিউনিটি ক্লিনিকের অবদানের স্বীকৃতি স্বরূপ তাঁকে এ বিশেষ সম্মাননা দেওয়া হয়।
ভরা মৌসুমেও বরগুনার আমতলী ও তালতলী উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া পায়রা (বুড়িশ্বর) নদীতে ইলিশ পাওয়া যাচ্ছে না। নদ-নদী ইলিশশূন্য হওয়ায় পরিবার-পরিজন নিয়ে চরম হতাশায় ভুগছেন জেলেরা। পায়রা (বুড়িশ্বর) নদীর পারে বসবাসরত জেলেপল্লীগুলোর সদস্যদের সঙ্গে কথা বলে নদ-নদীতে ইলিশ না পাওয়ার এমন আক্ষেপই শোনা গেছে।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে গতকাল মঙ্গলবার একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে মোটামুটি সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু। ফলে গতকাল দেশের বেশির ভাগ স্থানে বৃষ্টি ঝরেছে। বৃষ্টিপাতের এই প্রবণতা আরো বাড়তে পারে এবং আগামী শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
একাদশ শ্রেণিতে ভর্তিতে তৃতীয় বা শেষ ধাপে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আজ। বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষার্থীরা আবেদন করতে পারছেন। মোবাইল ব্যাংকিংয়ে ১৫০ টাকা ফি পরিশোধের পর এ আবেদন করা যাবে।
ঢাকার ধামরাইয়ের একটি পোশাক কারখানা থেকে অনিক (১৯) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের কালামপুর এলাকার কারখানাটি থেকে লাশটি উদ্ধার করা হয়।